শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: হাবাসকে নিয়ে বাড়ছে অস্বস্তি, বেঙ্গালুরু ম্যাচেও নেই বর্ষীয়ান কোচ

Sampurna Chakraborty | ১০ এপ্রিল ২০২৪ ০১ : ৩৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কবে মাঠে ফিরবেন আন্তোনিও লোপেজ হাবাস? বর্তমানে এটা লাখ টাকার প্রশ্ন। যার উত্তর নেই মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শুরু করে সহকারী কোচ ম্যানুয়েল পেরেজের কাছেও। সূত্রের খবর, নিউমোনিয়া হয়েছে বাগান কোচের। জ্বর পুরোপুরি সারছে না। তবে সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গোটা বিষয়টি গোপন করা হচ্ছে। পরিস্থিতি যা, তাতে বেঙ্গালুরু ম্যাচেও বেঞ্চে থাকবেন না হাবাস। চেন্নাই ম্যাচে তাঁর অনুপস্থিতিতেই হারতে হয়েছে বাগানকে। তারপর পাঞ্জাবের বিরুদ্ধে কোনওক্রমে জিতেছে। এবার কান্তিরাভায় হারাতে হবে বেঙ্গালুরুকে। সুনীল ছেত্রীরা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও বিনা হাবাসে তাঁদের ডেরায় গিয়ে হারানো খুবই কঠিন। কিন্তু বাকি দুটো ম্যাচে জয় ছাড়া কোনও গতি নেই। তাই হাবাসকে ছাড়াই বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি চলছে কামিন্স, কাউকোদের। মঙ্গলবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে চূড়ান্ত প্রস্তুতি সারলেন কামিন্সরা। হাবাসের ডেপুটি ম্যানুয়াল বলেন, "আমাদের হয় লড়াই করতে হবে, নয়তো পালিয়ে যেতে হবে। তাই আমাদের চালিয়ে যেতে হবে। কোচ থাকলে অবশ্যই ভাল হতো, তবে উনি অসুস্থ থাকায় আমাদের এই ভাবেই চালাতে হবে। তবে আশা করছি, উনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন। আমরা নিয়মিত ওনার সঙ্গে যোগাযোগ রাখছি। ওনার কথা মতো চলছি। পরামর্শ মেনেই চলা হচ্ছে। সবটাই ওনার তত্ত্বাবধানে হচ্ছে। আমরা শুধু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।" ওড়িশাকে হারিয়ে লিগ শিল্ডের দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছে মুম্বই। এক ম্যাচ বেশি খেলে বাগানের সঙ্গে পাঁচ পয়েন্টের পার্থক্য। শেষ ম্যাচ ড্র করলেই চলবে তাঁদের। মুম্বইয়ের জয়ে কি বাড়তি চাপ সবুজ মেরুন শিবিরের ওপর? ম্যানুয়াল বলেন, "চাপ একই। তিন দিন আগেও একই ছিল। দিল্লির বিরুদ্ধে জিতেছি। এবার লক্ষ্য বেঙ্গালুরু। চাপ সবেতেই থাকে। এটা আলাদা কিছু না। আমাদের লক্ষ্য বেঙ্গালুরু থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরা।" 

আগের দিন যুবভারতীতে ইস্টবেঙ্গলের কাছে হারে সুপার সিক্স থেকে ছিটকে গিয়েছে সুনীল ছেত্রীরা। তাতে কি বেঙ্গালুরুর মোটিভেশনে কোনও ঘাটতি হবে? এমন মনে করছেন না হাবাসের ডেপুটি। ম্যানুয়াল বলেন, "বেঙ্গালুরু প্লে অফে না থাকলেও নিজেদের মর্যাদা রক্ষার জন্য খেলবে। তাই আরও বিপজ্জনক হয়ে যাবে কিনা বোঝা যাচ্ছে না। জামশেদপুর-গোয়া ম্যাচে একই জিনিস হয়েছে। তাই প্লে অফের দৌড়ে না থাকা খুব বেশি পার্থক্য গড়ে দেবে না।" প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বাগান শিবির। তার প্রধান কারণ, বেঙ্গালুরুতে একাধিক জাতীয় দলের ফুটবলার আছে। বিশেষ করে সুনীল ছেত্রী। ভারত অধিনায়কের ভূয়সী প্রশংসা করেন বাগানের সহকারী কোচ। এছাড়াও উইলিয়াম, হার্নান্দেজের মতো বিদেশিরা আছে। তবে ম্যানুয়েলের দাবি, তাঁরা জানে বেঙ্গালুরুর বিরুদ্ধে কীভাবে খেলতে হয়। 
সুনীলকে আটকে বাগানকে লিগ শিল্ডের লড়াইয়ে টিকিয়ে রাখা যার অন্যতম প্রধান দায়িত্ব, সেই হেক্টর ইউস্তেও জয়ের বিষয়ে আশাবাদী। বাগানের নির্ভরযোগ্য স্টপার বলেন, "আমাদের সব ম্যাচ জিততে হবে। চাপ একটাই। ট্রফি জয়ের চাপ। তারমধ্যে খেলাটা উপভোগ করতে হবে। আমাদের লক্ষ্য প্রত্যেক ম্যাচে ক্লিনশিট রাখা। আমাদের বাকি দুটো ম্যাচ জিততেই হবে। কঠিন পরিস্থিতি। তবে আমরা জয়ের জন্যই ঝাঁপাবো।" হাবাসহীন বাগান কি পারবে ঘরের মাঠে সুনীলদের হারিয়ে লক্ষ লক্ষ সমর্থকের স্বপ্ন বাঁচিতে রাখতে? 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...

১২ ম্যাচে নবম হার, এবার অ্যাস্টন ভিলার কাছে, কী হল ম্যাঞ্চেস্টার সিটির? ...

৮.৪ কোটির ক্রিকেটারের দাম নিলামে ৯৫ লাখ, আইপিএলের আগে ঝড় তুলে ডাবল হান্ড্রেড করে নজির...

সীমান্তে স্টেডিয়াম বানানোর অদ্ভুত প্রস্তাব পাক তারকার, তার পরেই ভারত সরকারকে তীব্র কটাক্ষ ...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

চলতি বছর বিসিসিআইয়ের লাভ হয়েছে ৪২০০ কোটি টাকা, বোর্ডের ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?...

বিজয় হাজারের প্রথম ম্যাচে বিশ্রামে সামি, আন্তর্জাতিক প্রত্যাবর্তনের কথা ভেবে আগাম সতর্কতা...

টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন বাংলার রিচা...

‘বাবাকে ছেড়ে দিন’, অবসর বিতর্কে বাবার মন্তব্য নিয়ে মুখ খুললেন অশ্বিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন স্পষ্ট বার্তা...

লিগ শিল্ডের ভাবনা দূরে সরিয়ে গোয়া ম্যাচে ফোকাস মোলিনার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



04 24